নিজস্ব সংবাদদাতা,আনোয়ারাঃঃ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গেয়ে চট্টগ্রাম বন্দর থেকে বরিশালগামী একটি রাইটার জাহাজের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ জেলে মো: হারুন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (২ আগস্ট) বিকাল ৪ টার দিকে মহেশখালী উপজেলায় মাতারবাড়ী সমুদ্র সৈকতে
লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকালের দিকে মাতারবাড়ী সমুদ্র সৈকতে ভাসমান লাশ দেখতে পায়। সাথে সাথে তারা মাতারবাড়ী পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানায়। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। গতকাল রাতে হারুনের পরনের কাপড় দেখে তাঁর পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করেন।
পরে স্বজনরা লাশ এনে রাত ২ টায় পারিবারিক কবরস্তানে দাফন করে।মৃত হারুন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়া গ্রামের সৈয়দ নুরের ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জ মোহাম্মদ হাসান বলেন, সাগরে নিখোঁজ জেলে হারুনের লাশ মহেশখালী পুলিশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই মধ্যরাতে বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে একটি লাইটার জাহাজের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪ ব্যক্তি জীবিত ফিরে আসলেও ২ জন নিখোঁজ ছিল। পরের দিন নিখোঁজ ২ জনের মধ্যে আবদুর রশিদের লাশ সাগর থেকে উদ্ধার করা হলেও হারুন নিখোঁজ ছিল।
Leave a Reply