দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া(রহঃ)মাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে ইমামে আযম হযরত আবু হানিফা (রহঃ) ফাউন্ডেশন এর উদ্যোগে ১৮ তম দরসূল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর (শনিবার)বটতলী ইমামে আযম হযরত আবু হানিফা (রহঃ) ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের মহাসচিব এস এম শওকত আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত ১৮তম দরসূল কোরআন মাহফিলে উদ্বোধক ছিলেন চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজার মেসার্স তৈয়্যবিয়া ফার্ম এর স্বত্বাধিকারী ও ফলমন্ডি এন এস ফ্রুট ইন্টারন্যাশনালের ডাইরেক্টর মোহাম্মদ আলী হোসেন আরিফ সওদাগর।
দরস পেশ করেন চট্টগ্রাম নেছারিয়া কামিল এম.এ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর।স্বাগত বক্তব্য পেশ করেন বটতলী ইমামে আযম হযরত আবু হানিফা (রহঃ) ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ ট্রাস্ট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব স.ম.হামেদ হোসাইন।মাহফিল তকরীর পেশ করেন অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আলকাদেরী,আল্লামা মূফতি হেলাল উদ্দিন আলকাদেরী,অধ্যাপক আল্লামা শফিউল আজম আলকাদেরী।
প্রধান অতিথি ছিলেন বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন শাহ মোহছেন আউলিয়া (রহঃ) দরবার শরীফের মোতাওয়ল্লী আলহাজ্ব এস এম ফজলুল করিম, মাস্টার এস এম জহিরুল ইসলাম,বটতলী ইউপির ৪ নং ওয়ার্ডের মেম্বার এস এম জসিম উদ্দিন প্রঃ কোটিপতি,পীরজাদা মাওলানা এরশাদুল্লাহ রজায়ী, এইচ.এম আব্দুল মান্নান,আলহাজ্ব জাকের হোসাইন আনসারী,শাহ মোহছেন আউলিয়া (রহঃ) জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা আহমদ উল্লাহ,অত্র মসজিদের সহকারী ইমাম আলহাজ্ব হাফেজ আহমদ ছগীর,আলহাজ্ব মোহাম্মদ ইসমাঈল, মাওলানা ইদ্রিস আনসারী, এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ শহিদুল ইসলাম,মাস্টার এস এম আবু তাহের, মাওলানা এস এম ইলিয়াস আলকাদেরী, মাওলানা এস এম রফিক ও স্থানীয় বিভিন্ন মসজিদ খতিব ও ইমামগণ সহ ইমামে আযম হযরত আবু হানিফা (রহঃ) ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ সহ অসংখ্য শ্রোতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply