আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান, বিএনপির বহিষ্কৃত নেতা মো: লেয়াকত আলীকে তৃতীয়ধাপে আদালতে হাজির করা হয়।এস.আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পুলিশ ও টিকাদারের উপর হামলার ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি)’র হাতে অস্ত্রসহ গ্রেপ্তারের মামলায় জামিন নামঞ্জুর করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১’টায় বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালত এ রায় দেন। এর আগে সকাল সাড়ে ১০টায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক হাজারো জনতার সামনে আলোচিত ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী বলেন, কি আচর্য্য মামলা দেইখ্যননি! বেয়াগ্গুন দোয়া গইরগ্যুন। আমার বৌ বাচ্চার জন্য দোয়া করিয়েন।
এসময় আসামিপক্ষের আইনজীবী লেয়াকতের জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের এপিপি বিকাশ রঞ্জন ধর জামিনের বিরোধিতা করে রিমান্ডের আবেদন জানান। এতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট দিদারুল আলম বলেন, আসামির বিরুদ্ধে মামলায় উল্লেখকৃত নথিতে অস্ত্র উদ্ধারের সময় ভিন্নতা ছিল। সময়ের মিল ছিল না। আমরা আসামির জামিন চেয়েছি। আদালত জামিন নামঞ্জুর করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
Leave a Reply