দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালীর কোকদন্ডী জগদানন্দ ধামে বাঁশখালী ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ কতৃক মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্যমে প্রার্থনা সভা শুরু হয়।
একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৩ উদযাপনকে সামনে রেখে ১১ নভেম্বর(শুক্রবার)রাত ৯ টায় একবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুকুমার চৌধুরীর সভাপতিত্বে ও বাবু বিভাস গুহ’র সঞ্চালনায় কোকদন্ডী জগদানন্দ ধামে ভাবগম্ভীর প্রার্থনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
সভায় আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া অদ্বৈত ধামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ,শ্রীমৎ সুচিদানন্দ পুরী মহারাজ।
বিশেষ অতিথি ছিলেন,একবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা-২৩ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আজিম গ্রুপের ইডি শ্রী অনুপ বরন দাশ,অর্থ সম্পাদক বাবু তড়িৎ গুহ,ঢাকা মহাখালী খাদ্য গুদামের ব্যবস্থাপক বাবু চন্দ্র শেখর মল্লিক,বাবু পলাশ দাশ,বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু প্রদীপ গুহ,ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন গুহ,রনি সরকার, নির্মল শীল,রূপন গুহ,প্রভাস গুহ,সেজুন গুহ,সজল চৌধুরী,মিন্টু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,বাবু অজিত চৌধুরী,বাবু নেপাল গুহ,বাবু ভূপাল গুহ,বাবু দীপক দেব,শোভা রানী ধর,বাবু সুমন চৌধুরী,ডাঃ জনি সরকার,বাবু প্রভাস গুহ,বাবু বাদল দেব,বাবু সজল চৌধুরী,ডাঃ অম্লান দত্ত,বাবু দেবাশীষ কানুনগো,বাবু সুমন দেব,বাবু সেগুন গুহ,বাবু রাজীব দাশ সহ সনাতন ধর্মাবলম্বী অসংখ্য নারী-পুরুষ এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সনাতন ধর্মাবলম্বীদের এক মহান মিলন মেলা আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা, একবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা’২৩ উদযাপন অনুষ্ঠান আগামী ২০২৩ সালের ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত ১১ দিন ব্যাপী বাঁশখালী কালীপুরের কোকদন্ডী ঋষিধামে অনুষ্ঠিত হবে।
Leave a Reply