তেলে আগুন!অস্থির জনতা!
তেলবাজীতে বিশ্বজুড়ে তেল বাজারে আগুন
আমজনতার অস্বস্তিতে জ্বলে উঠলো বেগুন।
ডিজেল -কেরোসিনে ৩৫ পেট্রোলে ৪৪ অকটেনে ৪৬ বাড়লো দাম
মন্ত্রী মশায় বলে গেলেন সাশ্রয়ীতেই পরিত্রাণ।
ক্ষমতাসীনদের প্যান্টি খোলল শ্রীলঙ্কার জনতা,
জ্বালানির দাম বৃদ্ধিতে আজ হবেনাতো সেই দশা?
বিশ্বেজুড়ে চলছে আজি জ্বালানিতে আগুন।
নিত্যনতুন আসছে গাড়ি বাইকটি বন্ধ রাখুন।
আন্দোলনে রাজপথে আজ কৃষক শ্রমিক জনতা,
দাবি করে বসতে পারো দাম কমানোর নেই ক্ষমতা!
দ্রব্য মূল্যের উর্ধগতি দেশজুড়ে আজ হাঁহাঁকার,,
খবরদারির ভয়ভীতিতে জনতারাই নিরাকার!
দ্রব্য মূল্যের উর্ধগতি বিশ্বজুড়ে অস্থির আজ,
বাকশক্তিহীন আমজনতার জীবনটাই যে সর্বনাশ?
নির্মমতার চাপাতি থেকে রেহাই পায়নি বিশ্বজিৎ,
টাকার জোরে জিম্মি বিচার বাস্তবতায় ধিক ধিক!
লোডশেডিং-এ ভুক্তভোগীর কপালে মারে পল্লী ঢিল,
বিদ্যুৎ ছাড়া মাসের শেষে কেমনে বাড়ে মিটার বিল?
নৈতিক দাবির স্লোগানের ডাক ঐক্যবদ্ধ জনতার,
দাবি নিয়ে অনড় থাকলে বলবে নাতো রাজাকার?
জাতির স্বার্থে মিড়িয়াতে হয় দূর্ণীতিরই উদঘাটন,,
দূর্নীতিবাজরা চালায় তখন সাংবাদিকদের নির্যাতন।
সব জিনিসের মূল্যবৃদ্ধি লুণ্ঠিত আজ জনতার মান,
মহাশয়রা বলতে পারে এদেশে জনতার কি কাম?
কৃষক-শ্রমিক-গার্মেন্টস কর্মী ও প্রবাসীদের ঝড়ে ঘাম,
তাঁদের মাইনা দিতে বললেন শেখ মুজিবুর রহমান।
অবহেলিত কৃষক -শ্রমিক পায়না তাঁদের মাইনা,
লুণ্ঠিত আজ মানবতা বিচার বিভাগও চলনা।
তেলের তৃষ্ণায় বন্ধ হবে ইঞ্জিন চালিত সকল যান,,
মহাশয়দের বলবে জনতা ভ্যান চালিয়ে বাসায় যান।
হাইরে তেলের দাম!!
লেখক,
সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন।
(দৈনিক সকালের সময় বাঁশখালী প্রতিনিধি)
Leave a Reply