দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন উদ্বোধন ও ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১৫ ডিসেম্বর(বৃহস্পতিবার)বিকেলে উপজেলা নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের আজীবন দাতাসদস্য ও সভাপতি রাহবার আলম আনওয়ারের সভাপতিত্বে ও মোহাম্মদ ইউনূসের সঞ্চালনায় উদ্বোধনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)।
এতে প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শামসুদ্দিন শিশির,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন,বাঁশখালী চাঁদপুর বেলগাঁও চা-বাগানের ব্যবস্থাপক ও পরিচালক জনাব আবুল বাশার,পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন ও নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস পুকুরিয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমূখ।
এসময় উপস্থিত বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,ছনুয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি জিল্লুল করিম শরীফি,সাবেক সদস্য ও বিদ্যালয়ের ১ নং সদসস্য আবু মুছা,মোহাম্মদ ইউনুস চৌধুরী,মোঃ নাছির ও অত্র বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীবৃন্দসহ বিদ্যালয়ের পড়ুয়া সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply