1. admin@dainiksabujbangla.com : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ডজন মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামী পুলিশে গ্রেফতার বাঁশখালীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত বাঁশখালী পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আনোয়ারুল আজিম, সম্পাদক আজিজুল হাসান বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি মনিরুল আলম, সহ-সভাপতি এড.বোরহান এবং সাধারণ সম্পাদক অসীমা দেবী বাঁশখালীতে জোরপূর্বক দোকান দখল, ফিরে পেতে প্রবাসীর আকুতি বাঁশখালীতে দেয়ালে জুলাই স্মৃতির গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ লিখার প্রতিবাদে পাল্টা কর্মসূচি পালন বাঁশখালীর দ.জলদী হিফজুল কোরআন আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঁশখালীতে উপদেষ্টা হাসান আরিফের স্মরণ সভায় সিটি মেয়র ডা. শাহাদাত বাঁশখালীর গুনাগরীতে গ্রীণ ল্যাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে বাঁশখালী প্রেসক্লাবের কমিটি গঠিত, সভাপতি শফকত চাটগামী, সম্পাদক আবদুল মতলব

বাঁশখালীতে রাতের আঁধারে সরকারি খাস জমিতে দোকান নির্মাণ

  • আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১১১ বার পঠিত

বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় সরকারি খাস জায়গায় রাতের অন্ধকারে অবৈধভাবে জোরপূর্বক দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার জলদী মিয়ার বাজার আনোয়ারা -বাঁশখালী পিএবি প্রধান সড়কে পাশে চৌধুরী মার্কেটের সামনেই অবৈধভাবে পৌর অনুমতি বিহীন এসব দোকান নির্মাণ করেছেন হাবিব উল্লাহ ওয়াকফ এস্টেট এর যুগ্ম মোতাওয়াল্লী দাবী কারী শেখ মুঈনদ্দিন চৌধুরী।

এলাকাবাসী ও মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, জলদী মিয়ার বাজার চৌধুরী নিউ মার্কেটের সামনে খাস খতিয়ানের ভূমি জোরপূর্বক দখল করে রাতে অন্ধকারে
দোকান ঘর নির্মাণ করেন। এতে করে মার্কেটের এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা বলেন মিয়ার বাজারের ঐতিহ্যবাহী হাবিব উল্লাহ ওয়াকফ এস্টেট জামে মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ করে লুটপাট করে ব্যবসা চালিয়ে যাচ্ছে ওনি। তার একক গায়ের জোরে যা মন চায় তা করে বর্তমানে মসজিদ টার কোন সংস্থার না করে মসজিদ জায়গায় মার্কেট নির্মাণ করে লুটেপুটে করে খাচ্ছে। এই মার্কেটের সামনে থাকা খাস জায়গা দখল করে সে প্রতিবারই দোকান নির্মাণ করে চলছে। মার্কেটের সামনে খাস খতিয়ান ভুক্ত গাড়ির পার্কিং এর জায়গায় রাতের আঁধারে ক্ষমতার প্রভাব কাটিয়ে জোর পূর্বক বেশ কয়েকটি দোকান নির্মাণ করে যাচ্ছে মুঈনুদ্দিন চৌধুরী।

রবিবার (২ জুলাই) সকালে জলদী মিয়ার বাজার এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, সরকারি ওই খাস জায়গায় বেশ কয়েকটি পাকা দোকান ঘর নির্মাণ করা হচ্ছে।

মিয়ার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতিকুল আলম বলেন , এই খাস জায়গাটিতে গত বছর ও এখানে বিল্ডিং নির্মাণ করা হয়েছিলো। আমরা বাঁধা দিয়েছিলাম, কিন্তু সে গায়ের জোরে এসব দোকান গুলো নির্মাণ করে চলছে। কারো কোন বাঁধা মানছে না।

এ ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র -১ রোজিয়া সোলতানা রোজি ও একই ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইসহাক বলেন,
জায়গাটি সরকারি খাস জায়গা। খাস খতিয়ান ভুক্ত জায়গায় কোন ধরনের পৌর কতৃপক্ষের অনুমতি বিহীন রাতের অন্ধকারে মার্কেট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। অথচ আমরা এই এলাকার কাউন্সিলর। আমাদের জানা মতে মার্কেটের সামনে এসব জায়গা সরকারী খাস খতিয়ান ভুক্ত। তবু পৌর এলাকায় কোন স্থাপনা করতে গেলে পৌর কতৃপক্ষের অনুমতি লাগে। উক্ত জায়গার উপর আমাদের জানা মতে হাইকোর্টে মামলা চলমান আছে। মামলা চলাকালীন সময়ে সে আদালতে কে বৃদ্ধা আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে মার্কেট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়ে পৌর মেয়র এবং স্থানীয় প্রশাসন কে জানিয়েছি।

এ বিষয়ে হাবিব উল্লাহ ওয়াকফ এস্টেট এর যুগ্ম মোতাওয়াল্লী দাবী কারী অভিযুক্ত শেখ মুঈনুদ্দিন চৌধুরীর সাথে বেশ কয়েকবার মুঠোফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায় না গেলে ও তার অপর ছোট ভাই হাবিব উল্লাহ ওয়াকফ এস্টেটের ১নং যুগ্ম মোতাওয়াল্লী বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন চৌধুরী বলেন, হাবিব উল্লাহ ওয়াকফ এস্টেট এর আমি ১ নং মোতাওয়াল্লী অথচ সে উক্ত ওয়াকফ এস্টেটের অনুমতি না নিয়ে গায়ের জোরে কিছু সন্ত্রাসীদের মাধ্যমে রাতের অন্ধকারে মার্কেটের সামনে থাকা পার্কিং এর জায়গায় বেশ কয়েকটি দোকান নির্মাণ কাজ করতেছে। সে শুধু এটা নয়, হাবিব উল্লাহ ওয়াকফ এস্টেট এর পরিচালনাধীন প্রায় ৩-৪ শত বছরের ঐতিহ্যবাহী মিয়ার বাজার জামে মসজিদ ও চৌধুরী মার্কেটের প্রায় দশশত কোটি টাকা লুটপাট করে খেয়েছে। যার কোন ওয়াকফ এস্টেটের লিখিত কোন অনুমতি নাই। কোন আয়-ব্যয় এর হিসাব নাই। নিজের একক নিজের একক স্বেচ্ছাসারীতায় যা মন চায় তা করে যাচ্ছে। অন্য দিকে ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের মামলা চলমান রয়েছে। অথচ সে আদালত কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক হাবিব উল্লাহ ওয়াকফ এস্টেটের সমস্ত জায়গা এবং মার্কেটের সবকিছু লুটপাট করে খাচ্ছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও সে অবৈধ পন্থায় অনুমোদন বিহীন এসব দোকান নির্মাণ করছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান জানান, খাস খতিয়ান ভুক্ত জায়গায় দোকান নির্মাণের বিষয়ে আমাকে কেউ অবিহিত করেনি। খোঁজ নিয়ে দেখতেছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান চৌধুরী জানান, সরকারি কোনো নিয়মনীতির বাইরে কোনো কাজ আইনত দন্ডনীয় অপরাধ। উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। কেউ যদি জোরপূর্বক সরকারি জায়গায় দোকান নির্মান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park