আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :
চট্টগ্রামের বাঁশখালীতে পুর্ব শত্রুতার জের ধরে বর্গাচাষী প্রান্তিক এক গরীব কৃষকের শীমক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ জলদী এলাকার উত্তর বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশখালী থানা ও বাঁশখালী কৃষি অফিসে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক মো. ইসমাইল।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. ইসমাইল অভিযোগ করে বলেন, ‘জনৈক জমির মালিক আহমদ ছগির থেকে ২০ শতক (১০ গন্ডা) জমি বর্গা নিয়ে সেখানে শীতকালীন সবজি শীমের আবাদ করি। ইতোমধ্যে শীমগুলো বাজারজাত করার উপযোগী হয়েছে। কঠোর পরিশ্রম করে ঋণের টাকায় আগাম শীমের চাষ করি। বিগত চার বছর ধরে আমি জমিদার ছগির থেকে বর্গা নিয়ে ওই জমিতে চাষাবাদ করে আসছি। আমার জমিদারের সাথে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শীমক্ষেত কেটে দিয়েছে। এতে আমার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। একজন প্রান্তিক কৃষকের জন্য এটা অনেক বড় একটা ক্ষতি বলে জানান তিনি।’
এব্যাপারে বুধবার (৯ নভেম্বর) বাঁশখালী থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জনৈক জমিদার আহমদ ছগিরের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বর্গাচাষী ইসমাইলের ২০ শতক শীমক্ষেত কেটে দিয়ে বিপুল ক্ষতি সাধন করেছে মনকিচর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আব্দু রহিম, দক্ষিণ জলদীর মৃত কালা মিয়ার পুত্র মো. হোসাইন।
মো. ইসমাইল জানান, ‘তাদের সাথে আমার জনৈক জমিদার আহমদ ছগিরের সাথে জমি নিয়ে পূর্ব থেকে শত্রুতা বিরাজমান ছিল। এরই জের ধরে তারা আমার শীমক্ষেত কেটে দিয়ে ক্ষতি সাধন করেছে।’
এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘বর্গাচাষী এক কৃষকের শীমক্ষেত কেটে দেওয়ার একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply