দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে সামাজিক সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়।
১৩ সেপ্টেম্বর(মঙ্গলবার)বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠাব্য সামাজিক সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প.প.কর্মকর্তা জিয়াউল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আকতার কাজেমী, মেডিকেল অফিসার ডাক্তার দিদারুল হক সাকিব,পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেকুর রহমান,শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আসহাব,সাধনপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কামাল ও মুক্তিযোদ্ধা আহমদ ছফা।
এসময় উপস্থিত ছিলেন,বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী মুহাম্মদ সোলাইমান, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ, এস আজিজুল হক,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার হোসেন সহ সমাজের আলেম ওলামা,সনাতনী ধর্ম গুরু,বৌদ্ধ ধর্ম গুরু,রাজনৈতিক ও পেশাজীবি,ছাত্র সংঘঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় ধর্ম- বর্ণ,দল-মত নির্বিশেষে উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের প্রতিটি গ্রামে-পাড়ায়-মহল্লায় পরষ্পরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।যেহেতু সামাজিক সম্প্রীতি রক্ষা করা স্থানীয় প্রতিটি প্রতিনিধির দায়িত্ব,ও কতৃব্য।এই গুরু দায়িত্বকে কেউ এড়িয়ে চলার সুযোগ নেই।সামাজিক সম্প্রীতি রক্ষায় স্থানীয় জন প্রতিনিধি সহ প্রতিটি ধর্মের সচেতন মহল ঐক্যবদ্ধ হয়ে সমাজকে মদ, জোয়া,সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি,খুন-খারাবি ও দূর্নীতি মু্ক্ত করতে হবে।
বর্তমান সমাজে মা-বাবা ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহ,মততা ও ভালোবাসা,সামাজিক শান্তি-শৃঙ্খলা একধরনের বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।উপরোক্ত বিষয় গুলো পূনঃ জাগরণ করতে সামাজিক সম্প্রীতি রক্ষার বিকল্প নেই।তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করার সিদ্ধান্ত নেন।
Leave a Reply