দিদার হোসাইন,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া (SKB) কনভেনশন হল সংলগ্ন প্রধান সড়কে সিএনজি -ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে সিএনজি চালকসহ ৬ জন আহত হয়।
প্রত্যক্যদর্শী সুত্রে জানা যায়,শনিবার দুপুরে চেচুরিয়া এলাকার গ্যাস পাম্পের সামন্য উত্তর পাশে (এস.কে.বি) কনভেনশন হল নামক কমিউনিটি সেন্টারের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটে।ঘটনায়
আহতদের মধ্যে ৫ জন ছিলেন সিএনজি যাত্রী ও ১ জন চালক।
আহতরা হলেন,কক্সবাজার জেলার মোহাম্মদ রাজুর স্ত্রী শাকিলা আক্তার(২৫),একই জেলার মহেশখালীর মৃত্যু মমতাজ আহমেদের ছেলে আব্দুল আজিজ (৩০),বাঁশখালী উপজেলার ছনুয়া খুদুকখালী ৮ নং ওয়ার্ডের মুন্সি মিয়ার ছেলে মোছলেম উদ্দীন(৪৮)),গণ্ডামারা ইউপির ১ নং ওয়ার্ডের মইজ্জানি বর বাড়ির মাহমুদুল হক মিস্ত্রির ছেলে মোঃ রিয়াদ(১২),উত্তর জলদি ৪ নং ওয়ার্ডের আবু ছিদ্দিক এর ছেলে সিএনজি চালক মোঃ রিয়াজ (১৭)),ছনুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুল হামিদ এর ছেলে মোঃ শোয়েবুর রহমান (২০)।
এব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা ইসলাম জানান সড়ক দূর্ঘটনায় আহত সিএনজি চালকসহ ৬ জন রোগীর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, বাকী তিন জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply