বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বড়ঘোনা ইউনিয়নের সকাল বাজারে গতকাল সোমবার (২৫ জুলাই) বিকেলে পবিত্র হজ্জের খুতবার বাংলা অনুবাদকারী বাঁশখালীর বড়ঘোনার কৃতি সন্তান ড. মাওলানা হাফেজ শোয়াইব রশীদ মক্কীর সম্মানে এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী সমাজ সেবক পরিষদের সভাপতি ও বড়ঘোনা দিদারিয়া নুরুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ ইসহাকের সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী। সংগঠনের সেক্রেটারী মাওলানা আবুল কাসেম আজিজীর পরিচালনায় উক্ত গণসংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা হাফেজ শোয়াইব রশীদ মক্কী ও প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম হালিশহর জামেয়া বায়তুল করিমের পরিচালক ও জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাতার প্রবাসী হাজী আমির হোসেন ও মাওলানা হাফেজ কফিল উদ্দীন।
বক্তব্য রাখেন, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা নেছারুল হক, মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা হামেদ বিন ফরিদ, মাওলানা ইব্রাহিম আল করীম, মাওলানা শরীফুল ইসলাম আজিজী, মাওলানা আলী হোসাইন, মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান, মাওলানা আবদুল মজিদ, মাওলানা হাফেজ আরিফ উদ্দীন, কলিম উল্লাহ মিজবাহ, মাওলানা হাফেজ তকিউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র হজ্জের খুতবার বাংলা অনুবাদ করার গৌরব অর্জন করায় বাঁশখালীর সন্তান মাওলানা হাফেজ শোয়াইব রশীদ মক্কীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply