নিজস্ব সংবাদদাতা,আনোয়ারাঃঃ
স্বেচ্ছাসেবী সংগঠন শিখর আনোয়ারা শাখা ২০২২-২৩ সেশনের ১ম মাসিক সভা এবং বৃক্ষরোপন কর্মসূচি মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ জুলাই) উপজেলা স্বরসতী স্কুলে দুপুর ২টায় রনি ইসলামের কোরআন তেলোয়াত এবং সিতু বড়ুয়া ত্রিপিটক পরিবেশনার মধ্যে দিয়ে
স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের মাসিক সভা অনুষ্ঠিত।
এই সময় কার্যকরি প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন উক্ত শাখার নবনির্বাচিত পরিচালক চৌধুরী সানজি। স্বেচ্ছাসেবী সংগঠন শিখর মাসিক সভায় সকলের উদ্দেশ্য কার্যকরির প্রতিনিধিগণ সাংগঠনিক বিভিন্ন পরামর্শ দেন। এবং সামনে আরো মানবিক ও সামাজিক কাজ করার পরিকল্পনা ও উৎসাহ প্রদান করেন। সভা শেষে উপস্থিত সকল শিখরিয়ান মিলে ২০ আগস্ট শিখর এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা স্বরস্বতী স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সাইমুন আকতার চুমকি।
এই সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শিখর আনোয়ারা শাখার সভাপতি আবদুস সামাদ রিফাত, সাধারণ সম্পাদক রাজিব রেফাত, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।