1. admin@dainiksabujbangla.com : admin :
সোমবার, ১২ মে ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে সিএনজি থেকে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সাদা মানিক,পুলিশকেও হুমকির অভিযোগ বাঁশখালী স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ বাঁশখালীতে প্রবাসীর উপর হামলা ও বাদীকে মামলা তুলে নেয়ার হুমকির প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাঁশখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালী বাঁশখালীর সরলে লবণ মাঠ নিয়ে দুগ্রুপের সংঘর্ষে আহত অন্তত- ৩০ বাঁশখালীর গণ্ডামারায় এক ওমান প্রবাসীর জায়গা দখলের অভিযোগ, প্রবাসে কাঁদছে রেমিট্যান্স যোদ্ধা, দেখার কেউ নেই বাঁশখালীর সাধনপুর ডা. মামুনুল ইসলাম চৌধুরীর মমতাময়ী মায়ের ইছালে সাওয়াব ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন বাঁশখালী কোকদন্ডীর শত শত বছরের প্রাচীনতম কবরস্থানের ঐতিহ্য সমুন্নত রাখতে মুরব্বিদের ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে গৃহবধূ খুন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে শীমের গাছের সাথে এ কেমন শত্রুতা!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯৫ বার পঠিত

আফনান চৌধুরী, বাঁশখালী(চট্টগ্রাম) :

চট্টগ্রামের বাঁশখালীতে পুর্ব শত্রুতার জের ধরে বর্গাচাষী প্রান্তিক এক গরীব কৃষকের শীমক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ জলদী এলাকার উত্তর বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশখালী থানা ও বাঁশখালী কৃষি অফিসে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক মো. ইসমাইল।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. ইসমাইল অভিযোগ করে বলেন, ‘জনৈক জমির মালিক আহমদ ছগির থেকে ২০ শতক (১০ গন্ডা) জমি বর্গা নিয়ে সেখানে শীতকালীন সবজি শীমের আবাদ করি। ইতোমধ্যে শীমগুলো বাজারজাত করার উপযোগী হয়েছে। কঠোর পরিশ্রম করে ঋণের টাকায় আগাম শীমের চাষ করি। বিগত চার বছর ধরে আমি জমিদার ছগির থেকে বর্গা নিয়ে ওই জমিতে চাষাবাদ করে আসছি। আমার জমিদারের সাথে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শীমক্ষেত কেটে দিয়েছে। এতে আমার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। একজন প্রান্তিক কৃষকের জন্য এটা অনেক বড় একটা ক্ষতি বলে জানান তিনি।’

এব্যাপারে বুধবার (৯ নভেম্বর) বাঁশখালী থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জনৈক জমিদার আহমদ ছগিরের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বর্গাচাষী ইসমাইলের ২০ শতক শীমক্ষেত কেটে দিয়ে বিপুল ক্ষতি সাধন করেছে মনকিচর গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আব্দু রহিম, দক্ষিণ জলদীর মৃত কালা মিয়ার পুত্র মো. হোসাইন।

মো. ইসমাইল জানান, ‘তাদের সাথে আমার জনৈক জমিদার আহমদ ছগিরের সাথে জমি নিয়ে পূর্ব থেকে শত্রুতা বিরাজমান ছিল। এরই জের ধরে তারা আমার শীমক্ষেত কেটে দিয়ে ক্ষতি সাধন করেছে।’

এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘বর্গাচাষী এক কৃষকের শীমক্ষেত কেটে দেওয়ার একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dainik Sabuj Bangla
Theme Customized By Shakil IT Park