দৈনিক সবুজ বাংলা ডেস্কঃ
নোয়াখালী জেলায় সদ্য যোগদানকৃত পিবিআই
নোয়াখালী অঞ্চলের ইন্সপেক্টর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান ফিরোজ উদ্দিন চৌধুরীকে পদায়ন করায় চাটখিল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন ইন্সপেক্টর মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী।
৩০ সেপ্টেম্বর (সোমবার) নোয়াখালীর চাটখিল
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর (রবিবার) নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এক আদেশে ইন্সপেক্টর মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরীকে চাটখিল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করেন।
একই আদেশে নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি, চরজব্বর ও কবির হাট থানাসহ ৫ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর (বুধবার) নোয়াখালী জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল ফারুক। ওইদিন তিনি সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এর কাছ থেকে পুলিশ সুপারের দায়িত্ব বুঝে নেন। ২২ সেপ্টেম্বর (রবিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা) হাসিবুল হাসান স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়। নোয়াখালী জেলায় নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক দায়িত্ব নেয়ার পর একযোগে ৫ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান নোয়াখালীর চাটখিল থানার নতুন (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, কক্সবাজার জেলা ও পিবিআইতে একজন দক্ষ ও সৎ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।
চাটখিল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের চৌধুরী বংশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম মাষ্টার আব্দুল খালেক চৌধুরী একজন দক্ষ শিক্ষাগুরু ও গুণিজন ব্যক্তি ছিলেন।
চাটখিল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী চাটখিল থানাধীন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে ইন্সপেক্টর মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরীকে নোয়াখালীর চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়নের খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর স্কুল ব্যাচের সহপাঠীরাসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা।
Leave a Reply